নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন- মো. অনিক (২০), মো. রবিন (১৯) ও আরেকজন অপ্রাপ্ত বয়স্ক (১৬)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় র্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, আসামিরা সবাই দুষ্কৃতকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ নিয়মিত দলবদ্ধভাবে ইয়াবা সেবন করে আসছিল।
সুমিনুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে র্যাব-১১ এর একটি দল তদন্তে নামে এবং ঘটনার সত্যতা পেয়ে নারায়ণগঞ্জ রেল গেটের গোল চত্বরের পশ্চিম পাশে আল্লার দান বিরানী হাউজ নামক দোকানের সামনে অভিযান চালায়। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্য দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
এদিকে আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমআরএম/জেআইএম