দেশজুড়ে

খেলায় মত্ত শিশুটির ওপর দিয়ে চলে গেল ট্রাক

টাঙ্গাইলের ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রনি (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভূঞাপুর পৌরসভার গণেশ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রনি ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। সে তার মায়ের সঙ্গে পৌরসভার রসুনা এলাকায় থাকতো।

স্থানীয়রা জানান, রনি বাড়ির পাশের সড়কে খেলা করছিল। এ সময় মাটিবোঝাই একটি হাইড্রোলিক ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহিনা আক্তার তুলি।

তিনি জানান, নিহত শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম