দেশজুড়ে

ই-পাসপোট ‘মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার’: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িসহ ছয় জেলার ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ উদ্বোধনের মাধ্যমে খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবার আওতায় এলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ই-পাসপোট ‘মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার’।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক অনুষ্ঠানে ছয় জেলার ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মো. আউয়ুব আলী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।

ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোট ‘মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পাসপোর্ট সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট করার গৌরব অর্জন করে। ই-পাসপোর্ট আমাদের জাতীয় মর্যাদা বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন, তিনি সে কথা রাখেন। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ই-পাসপোর্ট।

হেফাজতে ইসলামের মামলা প্রত্যাহারের হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুদ্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন। যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে, এখানে সরকারের কিছু করার নেই।’

দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে। সরকার সে অনুযায়ী কাজ করছে। মন্ত্রী বলেন, ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ। এটি রক্ষার দায়িত্বও আমাদের সবার।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহরিয়ার জামান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো. আব্দুল আজিজ ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জেলা কারা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে জেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগদান দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি থেকে দেশে শুরু হয় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন দেশের প্রথম ই-পাসপোর্ট।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জেআইএম