দেশজুড়ে

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা নৌফেলের নামে চত্বরের নামকরণ

ফরিদপুর শহরে শহীদ বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দীন নৌফেল-এর নামে একটি চত্বরের নামকরণ করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের গোপালপুরের রেলক্রসিং এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র অমিতাভ বোস, কোতয়ালী আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

চত্বরের নামকরণের যুক্তি দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার বলেন, বীর মুক্তিযোদ্ধা নৌফেলের নামে বহু আগেই এ স্কয়ারের নামকরণ হওয়া উচিত ছিল। বিলম্বে হলেও কাজটি করা সম্ভব হয়েছে আজ। এটি ওই বীর মুক্তিযোদ্ধার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতার প্রকাশ মাত্র।

নব-নির্বাচিত মেয়র অমিতাভ বোস বলেন, এ চত্বরটি পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে ফলক স্থাপন করে সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।

প্রসঙ্গত, গোপালপুর এলাকায় এতদিন ‘কি পাইলাম? মোড়’ নামে যে চত্বরটির পরিচিতি ছিল সেটি শহীদ বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দীন নৌফেলের নামে নামকরণ করা হলো।

বি কে সিকদার সজল/এআরএ/জেআইএম