দেশজুড়ে

ক‌টিয়াদী উপ‌জেলা আ.লীগের সম্পাদক আইন উ‌দ্দিন আর নেই

সড়ক দুর্ঘটনায় আহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চি‌কিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সা‌ড়ে ৯টায় তার মৃত্যু হয়।

ক‌টিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আব্দুল জ‌লিল মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গত ২৩ ডি‌সেম্বর জন‌প্রিয় এ আওয়ামী লীগ নেতা মোটরসাই‌কে‌লে ক‌রে এলাকায় এক‌টি ওয়াজ মাহ‌ফি‌লে যা‌চ্ছি‌লেন। উপ‌জেলার আচ‌মিতা ইউ‌নিয়‌নের চা‌রিপাড়া এলাকায় তা‌কে বহনকা‌রী মোটরসাই‌কেল‌টি‌কে এক‌টি পিকআপভ্যান পেছন থে‌কে ধাক্কা দেয়। এ‌তে গুরুতর আহত হন ব‌র্ষিয়ান এ রাজনী‌তিক ও তার চালক স‌জিব।

আশঙ্কাজনক অবস্থায় তা‌কে রা‌তেই ঢাকার পঙ্গু হাসপাতা‌লে পাঠা‌নো হয়। পরদিন তা‌কে নেয়া হয় পপুলার জেনা‌রেল হাসপাতা‌লে। অবস্থার অবন‌তি হ‌লে শুক্রবার দুপু‌রের দি‌কে তা‌কে সিএমএইচ হাসপাতা‌লে নেয়া হয়। সেখা‌নে লাইফ সা‌পো‌র্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল ওয়াহাব আইন উ‌দ্দিন ক‌টিয়াদী সদ‌রের বীর নোয়াকা‌ন্দি গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি ছি‌লেন অ‌বিবা‌হিত। দীর্ঘ‌দিন ধ‌রে আওয়ামী রাজনী‌তি‌র সঙ্গে জ‌ড়িত। তার মৃত্যুর খব‌রে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে।

তার মৃত্যু‌কে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ, কি‌শোরগঞ্জ-২ আস‌নের এম‌পি নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি শাহ আ‌জিজুল হক গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন।

রা‌তেই তার মর‌দেহ ক‌টিয়াদী‌তে আনা হ‌বে। শ‌নিবার (২৬ ডিসেম্বর) জোহর বাদে ক‌টিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় মা‌ঠে জানাজা হবে।প‌রে পা‌রিবা‌রিক গোরস্থা‌নে তা‌কে দাফন করা হ‌বে।

নূর মোহাম্মদ/এসআর