গোপালগঞ্জ উলপুর ব্রিজের রেলিং থেকে পড়ে মোরাদ শেখ (২২) নামের এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন। প্রায় ১৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল দশটার দিকে খুলনা থেকে আসা উদ্ধারকারী ডুবুরী দল মোরাদ শেখের লাশ উদ্ধার করে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে মোরাদ ব্রিজ থেকে পড়ে যায়।
মোরাদ শেখ গোপালগঞ্জের সদর উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে। তিনি উলপুর বাজারের রাসেল শেখের ওয়ার্কশপের একজন শ্রমিক।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোরাদ কয়েকজন বন্ধুর সঙ্গে ব্রিজের রেলিং-এর উপর বসে গল্প করার সময় হঠাৎ রেলিং থেকে পড়ে পানিতে তলিয়ে যান।
রাতে স্থানীয় ফায়ারসার্ভিস এর উদ্ধারকারী দল তাকে খুঁজে পেতে ব্যর্থ হলে শনিবার সকালে খুলনা থেকে ডুবুরীদলের আসার কথা জানিয়ে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়।
তিনি আরও জানান, সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু হলে সকাল ১০টা নাগাদ ঘটনাস্থলের প্রায় ১০০ গজের মধ্যে লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সুকান্ত সরকার/এসএমএম/এমএস