ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফজিরন নেছা (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তিনি ভাঙ্গা উপজেলার হামেরদী গ্রামের মানিক মোল্লার স্ত্রী। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
রেল পুলিশের উপ-পরিদর্শক মুনিরুজ্জামান জানান, ভাঙ্গা হতে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ভাঙ্গা-পুখুরিয়ার মধ্যবর্তী স্থান নাজিরপুর মোল্লাপাড়ায় পৌঁছালে তখন ওই বৃদ্ধা ফজিরন নেছা রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সিকদার সজল/এআরএ/এমএস