দেশজুড়ে

ইটের প্রাচীরে ২১ মাস অবরুদ্ধ পুরো পরিবার

তিনপাশে ছয়ফুট উঁচু ইটের প্রাচীর। আর পশ্চিম পাশে বাড়ির দেয়াল। চারপাশের প্রাচীরের মাঝখানে রয়েছে একটি টিনের বাড়ি। গত ২১ মাস আগে টিনের বাড়িটির চারপাশে ইটের প্রাচীরগুলো নির্মাণ করা হয়েছে। ফলে বাড়িতে প্রবেশ করতে না পেরে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দরিদ্র রিপন উদ্দিন শাহ।

ঘটনাটি ঘটেছে নওগাঁর রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রামে। এমন প্রতিবন্ধকতা তৈরি করেছেন রিপনের প্রতিবেশী আব্দুল বারিক সরদার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘোষগ্রামের ইয়াছিন আলীর ছেলে রিপন উদ্দিন শাহ পৈত্রিক সম্পত্তির উপর প্রায় ১০ বছর আগে থেকে টিন সেড বাড়ি তৈরি করে বসবাস করছেন। তার বাড়ির পশ্চিমপাশে বারিক সরদারের বাড়ি। তবে এক পাশে বাড়ি হলেও রিপনের বাড়ির চারপাশেই রয়েছে বারিক সরদারের জমি। রিপনের এ জায়গাটি কেনার জন্য দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা করছিলেন। তবে রিপন তাতে রাজি হননি।

গত বছরের মার্চ মাসে বেড়াতে যায় রিপনের পরিবার। পরে বাড়িতে ফিরে এসে তারা দেখেন বাড়ির চারপাশে ৬ ফুট উঁচু করে ইটের প্রাচীর নির্মাণ করা হয়েছে এবং বাড়িতে প্রবেশের কোন পথই খোলা নেই। বারিক সরদারের বাড়ির দিকে একটি দরজা থাকলেও সেখানে টিন দিয়ে আটকানো আছে।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল বারিক সরদার ‘প্রাচীর কেন দেয়া হয়েছে’ সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন বলেন, ‘এটি অমানবিক বিষয়। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মৌখিক অভিযোগ পেয়েছি। উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা পেলে ভুক্তভোগী পরিবারকে আমরা পুলিশি সহায়তা দিতে পারব।’

রানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-মামুন এ বিষয়ে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমির কাগজপত্র নিয়ে আব্দুল বারিক সরদারকে অফিসে আসতে বলা হয়েছিল কিন্তু তিনি আসেননি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আব্বাস আলী/এমএইচআর/জেআইএম