জাতীয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং, ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে এ অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়।

অবৈধ পার্কিংয়ের জন্য এ সময় একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই স্থান থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরাধে পাঁচজনকে ৬০০ টাকা জরিমানা করা হয়।

এমএমএ/এআরএ/এমকেএইচ