পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর কারণে টাঙ্গাইলে নয়টি ইটভাটার মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি ইটভাটার চুল্লি ভেঙে দেয়া হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী তিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
অভিযানে ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে দুই লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস, আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর কারণে ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার ৯টি ইটভাটা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ছয়টি ইটভাটার চুল্লি ভেঙে দেয়া হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এসজে/এমকেএইচ