অর্থনীতি

২ প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা চেম্বারের সমঝোতা স্মারক

ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) আইসিএসবি’র কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ ও ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি মোজাফফর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অপরদিকে একইদিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুবুল হক মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ ডিসিসিআই জানান, গবেষণা কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে ঢাকা চেম্বার ইতোমধ্যে আরএনআই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে, যা শিল্প ও শিক্ষাখাতের সমন্বয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে। আমাদের শিল্পখাতে দক্ষ মানব সম্পদের প্রচুর চাহিদা রয়েছে এবং মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়সমূহকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

আইসিএসবি’র সভাপতি মোজাফফর আহমেদ বলেন, দেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে গবেষণার বিকল্প নেই এবং এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের সাচিবিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই) শিল্পখাতে বিশেষকরে ঢাকা চেম্বারের সদস্যবৃন্দের প্রয়োজনীতার বিষয়টি জানার লক্ষ্যে জরিপ পরিচালনা করতে পারবে। যার ভিত্তিতে শিল্পখাতের চাহিদার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোকে অবহিত করার প্রস্তাব করেন এবং এর ভিত্তিতে বেসরকারি খাতের প্রয়োজন মাফিক বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের কারিকুলাম প্রস্তুত ও সংশোধন করতে সক্ষম হয়।

তিনি দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিল্প ও শিক্ষা খাতকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উদ্যোক্তা তৈরি সহায়ক শিক্ষা কারিকুলাম প্রণয়নের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে মবিন, সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, পরিচালক এস এম জিল্লুর রহমান, মনোয়ার হোসেন, ডিসিসিআই সভাপতি (নির্বাচিত) রিজওয়ান রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব আফসারুল আরিফিন, সচিব মো. জয়নাল আবেদীন, ডিসিসিআই স্কিলস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক গোলাম জিলানী প্রমুখ সমঝোতা স্মারক অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন।

ইএআর/এআরএ/এমকেএইচ