কুয়াকাটা পৌরসভা নির্বাচনে এবার নতুন মুখের ছড়াছড়ি। পুরনোদের পরাজিত করে মেয়র ও পাঁচ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের তিন কাউন্সিলরই নতুন নির্বাচিত হয়েছেন। তারুণ্যের চাহিদাকে গুরুত্ব দিয়ে পর্যটনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে কুয়াকাটার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার ৩ হাজার ৩৩৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আব্দুল বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।
অন্যদিকে কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আকন ও যুবলীগ নেতা আলামিনকে হারিয়ে যুবলীগ নেতা মনির শরিফ ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৪ নং ওয়ার্ডে ফজলুল হক ৪২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, ৬ নং ওয়ার্ডে পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান বর্তমান প্যানেল মেয়র পান্না মিয়াকে হারিয়ে ৩২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তোফায়েল আহম্মেদকে পরাজিত করে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদ দেওয়ান ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তানভিন জাহান মন্টুকে হারিয়ে ২৭৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী সাবের আহম্মেদ।
পুরানোদের মধ্যে ১ নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ডে তৈয়ব আলী খান, ৫ নং ওয়ার্ডে আবুল হোসেন ফরাজী ও ৮ নং ওয়ার্ডে আশ্রাফ আলী শিকদার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ময়না বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে তাসলিমা বেগম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে হোসনেআরা বেগম সংরক্ষিত আসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এদিকে, গত সোমবার (২৮ ডিসেম্বর) দ্বিতীয় ধাপে কুয়াকাটা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাগরকন্যা খ্যাত কুয়াকাটার ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেন। তারা ইভিএম সম্পর্কে অবহিত না থাকলেও ভোট দিয়ে বলেছেন এটা সহজ পদ্ধতি।
সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬ হাজার ৯১৩ জন। ভোট গ্রহণের দিন সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় রেকর্ডসংখ্যক ৮৫.৩০ শতাংশ ভোট পড়েছে।
কুয়াকাটা পৌরসভার ভোটার হোসাইন আমির বলেন, গত নির্বাচনে ভোটারদের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। ভোটাররা সুষ্ঠু পরিবেশ দেখে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। এছাড়া প্রথমবারের মতো ইভিএমে ভোট দেয়ার জন্য অনেকে এসেছেন।
আরেক ভোটার কাওসার হাওলাদার বলেন, কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ বলেন, নির্বাচনী পরিবেশ ও ইভিএম দেখে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। এ নির্বাচনে ৮৫.৩০ শতাংশ ভোট পড়েছে।
কাজী সাঈদ/এসজে/এমএস