প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নোয়াখালীর চাটখিলে অটোরিকশার চালক নুরুল আমিন (৩২) হত্যাকাণ্ডে মাহবুব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার মাহবুব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ উপজেলার রামনারায়পুর ইউনিয়নের ধর্মপুর গনি বাড়ির সামনে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুপারির গাছের সঙ্গে বাঁধা রিকশাচালক নুরুল আমিনের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। শুরু হয় এ হত্যা মামলার তদন্ত।
ওসি আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তদন্তের দু’দিনের মাথায় পুলিশ শনাক্ত করে হত্যাকরী নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া গ্রামে অবস্থান করছে। গত সোমবার রাতে অভিযান চালিয়ে হত্যাকারী মাহবুবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, উদ্ধার হয় অটোরিকশা এবং তার ভাড়া বাসা থেকে নিহতের ব্যবহৃত মোবাইল সিমও উদ্ধার করা।
তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাহবুব জানান, রিকশা ভাড়া নিয়ে নুরুল আমিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাহবুব রিকশাচালকের ঘাড়ে ঘুষি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে নুরুল আমিনকে গামছা দিয়ে সুপারি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে অটোরিকশা, মোবাইল ও তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যান মাহবুব।
মিজানুর রহমান/এমকেএইচ