সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ফরিদপুরের রথখোলা ও সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে অবস্থানরত যৌনকর্মী ও শিশুদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাসের ঝুঁকি রোধে শাপলা মহিলা সংস্থার (এসএমএস) আয়োজনে রথখোলা ও সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে অবস্থানরত ১৫৪ জন যৌনকর্মী ও তাদের শিশুদের প্রত্যেককে ৪৫০ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়।
শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে রথখোলা যৌনপল্লীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন পৌরসভার ১৬ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর বিধান কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম অফিসার শরীফ ইউসুফ ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আহসান কল্লোল। বক্তব্য দেন শাপলা মহিলা সংস্থার প্রকল্প পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, প্রোগ্রাম অফিসার বীরেন্দ্র মন্ডল, অ্যাডমিন অফিসার মো. সাইফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার সাহা।
অপরদিকে সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে অর্থ প্রদানকালে শাপলা মহিলা সংস্থার প্রকল্প পরিচালক শ্যামল প্রকাশ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. পাঞ্জু শেখ। বক্তব্য দেন শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার সাহা, প্রোগ্রাম অফিসার বীরেন্দ্র মন্ডল, হোম ম্যানেজার অমল কান্তি ভট্টাচার্য্য ও লক্ষণ বিশ্বাস, আরশী প্রকল্পের সুপারভাইজার ইন্দ্রজিৎ পাল নিত্য প্রমুখ।
শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল জানান, করোনা মহামারির কারণে রথখোলা ও সিএন্ডবি ঘাট যৌনপল্লীর যৌনকর্মী ও শিশুরা চরম অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে। করোনার কারণে যৌনকর্মীদের আয় বন্ধ হয়ে গেছে। আর্থিকভাবে যৌনকর্মীরা মারাত্মক সংকটের মধ্যে পড়েছে। স্কুল বন্ধ থাকায় শিশুরা শিক্ষা নিতে পারছে না। এ অবস্থার প্রেক্ষিতে যৌনকর্মীর শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, শাপলা মহিলা সংস্থা ফরিদপুর জেলার তৃণমূল পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সিকদার সজল/এআরএ/এমকেএইচ