দেশজুড়ে

নতুন বইয়ের সঙ্গে পোশাকও পেল শিক্ষার্থীরা

বছরের প্রথম দিন। সারাদেশে শুরু হয়েছে বই উৎসব। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিশুরা। উৎসবের এই দিনে মানিকগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের সঙ্গে পেয়েছে নতুন পোশাকও (স্কুল ড্রেস)। একসঙ্গে নতুন বই আর স্কুল ড্রেস পেয়ে আনন্দে আত্মহারা কোমলমতি শিশুরা।

শুক্রবার (১ জানুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে এই বাড়তি আনন্দ। স্থানীয় সমাজসেবক মিজানুর রহমান মজনুর ব্যক্তিগত উদ্যোগে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ পোশাকগুলো বিতরণ করেন।

শীতের সকালে স্কুল প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীরা মুখো মাস্ক পড়ে জড়ো হয়েছিলো নতুন বই নিতে। তখনও তাদের বেশিরভাগই জানত না বইয়ের সঙ্গে স্কুল ড্রেস পাওয়ার কথা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবায়াত রহমান বলেন, বছরের প্রথম দিন নতুন বই পাওয়া নিয়ে শিশুদের ব্যাপক আগ্রহ থাকে। নতুন বই পেলে এমনিতেই তারা খুশি হয়। এবার বইয়ের সঙ্গে মিজানুর রহমানের উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ করায় শিক্ষার্থীরা দ্বিগুণ খুশি হয়েছে।

শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দ দেখে শিক্ষকরাও খুশি। মিজানুর রহমানের এই উদ্যোগের প্রশংসা করেন প্রধান শিক্ষক।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘সব সময়ই চেষ্টা থাকে এলাকার মানুষের জন্য কিছু করার। করোনা মহামারির মধ্যে অনেকেই ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না, অসচ্ছল জীবনযাপন করছেন। নতুন বছরে সন্তানদের একটি নতুন স্কুল ড্রেস বানিয়ে দেয়াও অনেকের পক্ষেই সম্ভব নয়। সেই বিষয়টি মাথায় রেখেই বই উৎসবের দিন শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছি। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক খুশি হয়েছেন।’

বি.এম খোরশেদ/এসএস/জেআইএম