নারী সাংবাদিকগণ হাজারো প্রতিবন্ধকতা নিয়ে কাজ করেন। সংসার এবং পেশা দু’টোকেই সমান গুরুত্ব দিতে হয়। তারপরও হজম করতে হয় সমাজের কিছু মানুষের বাঁকা দৃষ্টি, মেনে নিতে হয় টিটকারী। তবুও পেশাকে ভালোবেসে পিছিয়ে যান না তারা। পেশাগত জীবনে নানা সমস্যা মোকাবেলা করে নারী সাংবাদিকগণ যেন মন, মনন এবং মেধা দিয়ে চ্যালেঞ্জিং ক্ষেত্রটিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন সে উদ্দেশ্যে রচিত হয়েছে নারী সাংবাদিক অধিকারের গান ‘নারী তুমি কলমযোদ্ধা হার মানবে কেন।’ ঐশিকা নদীর কণ্ঠে এবং শাহীন সরদারের সুর ও সংগীতায়জনে গানটির কথা লিখেছেন সাইফ মাহদী।সম্প্রতি গানটির অডিও সিডি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।এসএইচএস/আরআইপি