টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না তার।
শনিবার (২ জানুয়ারি) নাজমুল হুদা নবীন নিজেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জেবিএম হাসান এবং খায়রুল আলম সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ওইদিন আদালতে নাজমুল হুদা নবীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. গোলাম নবী।
নাজমুল হুদা বলেন, বরখাস্তের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আরেকটি নির্দেশনা চেয়েছিলাম, যেন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারি। আদালত সে নির্দেশনাও দিয়েছেন।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২৮ মে স্থানীয় সরকার বিভাগের ওয়েব সাইটে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনের সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
আরিফ উর রহমান টগর/এসজে/এমকেএইচ