ঝালকাঠিতে ট্রাকচাপায় কামরুল ইসলাম হিমু নামের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপরজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছাত্রকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম হিমু ঝালকাঠি আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে রাজাপুর সরকারি কলেজ সংলগ্ন বাসায় ফিরছিলেন। তিনি মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় বাবু সিকদার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ পেয়ে তিনি দৌড়ে ঘটনাস্থলে যান। ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম হিমু ও মোটরসাইকেল চালক রানা তালুকদারকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
হিমুর মাথার ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রানা তালুকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আহত রানার বাড়ি উপজেলার বলাইবাড়ি এলাকায়।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শওকত জানান, মোটরসাইকেলে ফেরার সময় ট্রাক পিছন থেকে দুজনকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে মারা যান এবং অপরজনকে বরিশাল হাসপাতালে নেয়া হয়।
নিহত হিমুর পকেট থেকে দুই লাখ ৭০ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়েছে। কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরিঘাট থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আতিকুর রহমান/এসএমএম /এমকেএইচ