জাতীয়

সোনাইমুড়ী পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)

ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান জানান, সোনাইমুড়ী পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।

এইচএস/এএএইচ/এমএস