জাতীয়

ফের নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক আবু হানিফ

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে আবারও অধ্যাপক ডা. মো. আবু হানিফকে নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে তাকে চুক্তিতে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি অবসরে যান আবু হানিফ।

পরিচালকের সঙ্গে অধ্যাপক পদেও দায়িত্ব পালন করবেন আবু হানিফ। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এসএস/জিকেএস