বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা। সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে জানে আলম খোকা জগ প্রতীকে পেয়েছেন আট হাজার ৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক পেয়েছেন চার হাজার ৬৮১ ভোট।
এছাড়া বিএনপি প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু পেয়েছেন চার হাজার ১৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী প্রতীক হাতপাখা পেয়েছেন ৫৫৬ ভোট।
এএইচ/জিকেএস