রাজধানীর কেরানীগঞ্জের পোস্তগোলা সেতুর ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় মাঈন উদ্দিন মোহন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সামস্ আরেফিন সোহেল (৩২)।
রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জের মাওয়া থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। রাত পৌনে ৯টার দিকে সেখান থেকে মাঈন উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক বন্ধু আব্দুর রাজ্জাক জানান, মাঈন উদ্দিন ও সামস আরেফিন মাওয়ায় এক বন্ধুর বাসায় গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে পোস্তগোলা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন তারা। এতে মাঈন উদ্দিন ঢামেক হাসপাতালে মারা যান। সামস্ আরেফিন কেরানীগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মাঈন উদ্দীন যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএস