পটুয়াখালীর বাউফলে সড়কে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় বাউফল প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ, বস্ত্র সমিতির সভাপতি তরিকুল ইসলাম মস্তফা, জলিলুর রহমান, শিবলি সাদিক, উত্তম গাঙ্গুলি, মাইনুল ইসলাম প্রমুখ।
বক্তারা মানববন্ধন থেকে অবিলম্বে বাউফল পৌরসভাসহ উপজেলার সর্বত্র দিনেরবেলা সড়কে ছয় চাকার অবৈধ ট্রলি চলাচল বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় সচেতন নাগরিক সমাজ কঠোর কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দেয়া হয়।
মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বাউফলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এআরএ/জেআইএম