দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে এক বাংলাদেশিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে জোহানেসবার্গ শহরের ব্রিক্সটন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল হক (৩০)। তার বাড়ি নোয়াখালীর বজরা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, আব্দুল হক কয়েক বছর ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার সকালে কয়েকজন অপরিচিত যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়।
এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি স্কুলমাঠে তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
খবর পেয় মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিএ/জিকেএস