রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট কদম ফোয়ারার সামনে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম হামিদুল ইসলাম (৫৮)। তিনি ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়ী।
হামিদুল ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ালকান্দি কলেজ রোডের মৃত রফিকুল ইসলামের ছেলে। রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের বসতী ময়ূরী অ্যাপার্টমেন্টে থাকতেন। তার স্ত্রীর নাম নার্গিস বেগম।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত হামিদুলের ভাই শহিদুল ইসলাম বলেন, তিনি জাসদ করতেন। সেগুনবাগিচায় ডিশ, নেটের ব্যবসা ছিল তার। তার কোনো শত্রু ছিল কিনা আমাদের জানা নেই। কে বা কারা ভাইকে কুপিয়ে হত্যা করছে, তা এখনো আমরা জানতে পারিনি।
এসজে/এমএস