দেশজুড়ে

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, ঘটনা তদন্তে কমিটি

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এক নার্সের বাবা চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন স্বাক্ষরিত এক আদেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠণ করা হয়। কমিটির সভাপতি হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূরুস সামস। এছাড়া অন্য সদস্যরা হলেন, মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ, ডা. হিমেল ও উপসেবা তত্ত্বাবধায়ক গীতা রানী বিশ্বাস।

তদন্ত কমিটির সভাপতি ডা. রানা নূরুস সামস বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারের সিনিয়র স্টাফ নার্স রাজিব মিয়ার বাবা বুলবুল মিয়া (৫০) অসুস্থ হলে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ আরাফাত রোগীর কাছে যায়নি। প্রায় ২০মিনিট পর চিকিৎসক সফিউল্লাহ আরাফাত রোগীকে একটি ক্লিনিকে নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার পর রোগীর মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে সব নার্স বিক্ষোভ করেন। এ সময় বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা। পরে এই ঘটনায় চিকিৎসক সফিউল্লাহ আরাফাতের অপসারণ দাবিতে তত্ত্বাবধায়ক বরাবর আবেদন করেন নার্সরা।

এএইচ/জিকেএস