দেশজুড়ে

১০ মণ জাটকা জব্দ, পরে এতিমখানায় বিতরণ

পটুয়াখালীতে ১০ মণ জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শহরতলির হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ।

পরে সেখানে তিন ব্যবসায়ীর প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

আটকরা হলেন- আমিরুল ইসলাম (৩১), আব্দুর রহিম (৬০) ও আব্দুর রাজ্জাক মিরা (৬২)। তারা বাঁধঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন মাহমুদ জানান, অভিযান পরিচালনাকালে ছোট সাইজের (৯ ইঞ্চি) ১০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড ও জব্দ জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।

আরএইচ/এএসএম