পটুয়াখালীতে ১০ মণ জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শহরতলির হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ।
পরে সেখানে তিন ব্যবসায়ীর প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন তিনি।
আটকরা হলেন- আমিরুল ইসলাম (৩১), আব্দুর রহিম (৬০) ও আব্দুর রাজ্জাক মিরা (৬২)। তারা বাঁধঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন মাহমুদ জানান, অভিযান পরিচালনাকালে ছোট সাইজের (৯ ইঞ্চি) ১০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড ও জব্দ জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।
আরএইচ/এএসএম