দেশজুড়ে

‘রাতে নয়, ভোরে কেন্দ্রে যাবে ব্যালট’

রাতে নয়, ভোর ৬টায় ফেনী পৌরসভার কেন্দ্রেগুলোতে ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নাসির উদ্দিন পাটোয়ারী। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে পৌরসভার ১৮টি ওয়ার্ডে সিল, অমোচনীয় কালি, ব্যালেট বাক্সসহ ভোটগ্রহণের সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

পূর্বের রিরূপ অভিজ্ঞতা থাকায় এবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শনিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। সার্বিক নিরাপত্তায় র‌্যাবের ৪টি বিশেষ টহল টিম, বিজিবির ৮টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এছাড়াও প্রতিকেন্দ্রে অস্ত্রধারী ২ জনসহ ৯ জন আনসার মোতায়েন করা হয়েছে। প্রতি কেন্দ্রে পুলিশের একজন অফিসারের নেতৃত্বে ৯ সদস্যের টিম সার্বক্ষণিক অবস্থান করবেন।

ভোটের মাঠে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন আলাল, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইয়ামিন হাসান ইমন, এনডিএমের সিংহ প্রতিকের প্রার্থী তারিকুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী গোলামুর রহমান আজম মাঠে রয়েছেন।

নির্বাচনে ১৮টি ওয়ার্ডে মেয়র পদে, ৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও একটি ব্লকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১০ কাউন্সিলর ও ৫ নারী কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

স্থানীয় ভোটারদের অভিযোগ, ফেনীতে বিগত নির্বাচনগুলোতে রাতে সিলমারা, দিনভর প্রতিপক্ষ দলের প্রার্থী ও সমর্থকদের কেন্দ্রের আশপাশে ভিড়তে না দেয়া, বাড়ি-বাড়ি গিয়ে হুমকি-ধামকিসহ নানা কার্যক্রমের সাক্ষী হয়েছেন ভোটাররা। অন্যান্য বছরের ন্যায় এবার ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপরতা ভোটারদের চোখে পড়েনি। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পরস্পর বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করার অভিযোগ তুলছেন কেউ কেউ। কোন প্রার্থী কর্মী-সমর্থকদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকির বিষয়েও অভিযোগ দিয়েছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ফেনী পৌরসভায় নির্বাচনের চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য ৩০ জানুয়ারি অপেক্ষায় রয়েছেন ভোটাররা। পৌরসভায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোটাররা তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলাল উদ্দিন আলাল জানান, নানা বাধা-বিপত্তির মাঝেও ফেনী পৌরসভায় আমরা প্রচার-প্রচারণা চালিয়েছি। এখানে ভোটের পরিবেশ সৃষ্টি করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। নানা প্রতিকূলতার পরও সুযোগ পেলেই পরিবর্তনের জন্য ভোটাররা আমাকে ভোট দেবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয় লাভ করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নাসির উদ্দিন পাটোয়ারী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।

আরএইচ/জেআইএম