সাতক্ষীরায় খেলতে দিয়ে টিউবওয়েলের ড্রেনে পড়ে অঙ্কিতা সরকার নামে সতের মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) পাটকেলঘাটা উপজেলার খলিশখালী ইউপির কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে টিউবয়েলের পানি ভর্তি ড্রেনে পড়ে যায় অঙ্কিতা সরকার। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের রথী কান্ত সরকারের মেয়ে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরএইচ/জিকেএস