দেশজুড়ে

ক্রাচে ভর করে ভোট দিলেন বৃদ্ধা আমেনা

বৃদ্ধা আমেনা বেওয়া। বয়স প্রায় ৭৫, চোখ অন্ধ। ভিক্ষাবৃত্তি করে চলে সংসার। কোমরে সমস্যা থাকায় দুই ক্রাচে ভর করে ভোট দিতে এসেছেন নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

কিছু দূর হাঁটার পর খানিক থেমে আরাম করছিলেন। এরপর আবার হাঁটা দেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কেন্দ্রের গেটে কথা হয় তার সঙ্গে।

আমেনা বেওয়া বলেন, স্বামী মারা গেছে অনেক আগে। গত ঈদুল ফিতরে বাড়ির উঠানে পড়ে গিয়ে কোমরে ব্যাথা পান। সামর্থ না থাকায় ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। ভিক্ষা করে কোনো রকমে চলেন। এলাকাবাসীর সাহায্য-সহযোগীতায় কোনো রকম চলে।

তিনি বলেন, কোনো সন্তান নাই। এক ছেলে ছিল। মারা গেছে। বাম চোখ অন্ধ হয়ে গেছে। ডান চোখেও ঝাপসা দেখেন। গাঁয়ের মানুষরা আসতে বলেছে এজন্য এসেছি।

যাওয়ার সময় বৃদ্ধা বার বার বলছিলেন- একটু দেখিস যদি কোথাও সহযোগিতার জন্য নাম দেয়া যায়। অনেকে তো অনেক কিছুই পয়।

আরজি নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সুভাস কুমার মণ্ডল বলেন, কেন্দ্রে মোট নারীর ভোটারের সংখ্যা দুই হাজার ২৬৮। তিনটি কক্ষে ছয়টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬০টি।

আব্বাস আলী/এসএমএম/এএসএম/এমএস