দেশজুড়ে

সিংড়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নাটোরের সিংড়ায় ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তায়জুল ইসলাম অভিযোগ করেন প্রায় সবকটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের হুমকি-ধামকি দেয়া হয়েছে। কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। প্রশাসনকে জানিয়ে কোনো ফল না পেয়ে আমরা এই নির্বাচন বর্জন করছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, আমরা নির্বাচনমুখী একটি দল। সকালে এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনকে জানালে তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেয়ায় ভোট বর্জন করছি।

অপরদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত পাঁচ বছর বন্যা করোনা এবং অন্যান্য দুর্যোগে জনগণের সঙ্গে ছিলাম। ফলশ্রুতিতে জনগণ উৎসবমুখর পরিবেশে নৌকায় ভোট দিচ্ছেন।

এ অবস্থায় নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বিএনপি প্রার্থী তায়জুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিলেন। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয় বলেন তিনি।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, উৎসবমুখর পরিবেশেই জনগণকে ভোট দিতে দেখেছি। বিএনপি প্রার্থীর অভিযোগের পরে আমরা সর্বাত্বক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, সকাল থেকে সিংড়া পৌরসভায় কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। শীত উপক্ষো করে সকাল থেকে নারী পুরুষ ভোটকেন্দ্রে আসছেন।

সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ২৩১ জন পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিব ও র‍্যাব টহল দিচ্ছে। প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

রেজাউল করিম রেজা/এসএমএম/এমএস