দেশজুড়ে

নৌকায় সিল দেয়া ৫০ ব্যালট বাতিল, সরকারি কলেজ অধ্যক্ষ আটক

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এ সময় নৌকা মার্কার সমর্থক নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বেলালকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম হাজী ওয়াজেদ আলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণকালে হাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বেলালের নেতৃৃত্বে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল দেয়া শুরু করে। এ সময় নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে তারা পালিয়ে যান। পরে মনসুর আলী ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ওসমান গনি সরকার বেলালকে আটক করা হয়।

কাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফারুকুল ইসলাম বলেন, জোর করে নৌকা মার্কায় সিল দেয়া ৫০টি ব্যালট বাতিল করা হয়েছে।

এমএইচআর/এমকেএইচ