পটুয়াখালীর বাউফলে ১০ মণ ইলিশের পোনা জব্দ করেছে মৎস বিভাগ। শনিবার (৩০ জানুয়ারি) উপজেলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে এগুলো জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ডোলভর্তি মাছগুলো পন্টুনে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যায় জেলেরা। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি তারা।
মো. অহেদুজ্জামান জানান, বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে অভিযান চালিয়ে ৯টি ডোলভর্তি ইলিশের পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আরএইচ/এমকেএইচ