বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় দেশের সব জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী।
এছাড়া বিভাগের মধ্যে বরিশাল শ্রেষ্ঠ বিভাগ এবং উপজেলার মধ্যে পটুয়াখালী সদর প্রথম স্থান, মির্জাগঞ্জ উপজেলা দ্বিতীয় ও কলাপাড়া উপজেলা তৃতীয় স্থান অধিকার করে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করা হয়। কনফারেন্সে ঢাকা প্রান্তে যুক্ত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইন বিচার ও সংসদবিষক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, এনডিসি। পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মো. মইনুল হাসান, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপনসহ স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা বিবেচনায় বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে পটুয়াখালী জেলা প্রথমম স্থান অধিকার করে। বিভাগের মধ্যে বরিশাল শ্রেষ্ঠ বিভাগ এবং উপজেলার মধ্যে পটুয়াখালী সদর প্রথম স্থান, মির্জাগঞ্জ উপজেলা দ্বিতীয় ও কলাপাড়া উপজেলা তৃতীয় স্থান অধিকার করে।
এমআরএম/এমকেএইচ