কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন সরকার মিঠু (নৌকা প্রতীক) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এবারই তিনি প্রথমবারের মতো মেয়রপদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে মামুন সরকার মিঠু পেয়েছেন ১৫ হাজার ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী হায়দার আলী মিঞা (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৪১৩ ভোট ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মেয়র পদে আতাউর রহমান (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৫২৮ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উলিপুর পৌর নির্বাচনে মেয়র পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ প্রার্থী, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯১৫ জন। এর মধ্যে নারী ভোটার ১৯ হাজার ৩৭৬ ও পুরুষ ভোটার ১৮ হাজার ৫৩৯ জন।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতকরা ৬৯ দশমিক ৯১ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে জানান নির্বাচন অফিস।
মাসুদ রানা/ আরএইচ/এমকেএইচ