দেশজুড়ে

এইচএসসির ফল নিয়ে বাড়ি ফেরা হলো না নিত্য রায়ের

দিনাজপুরের বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফল জেনে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিত্য রায় (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন নিত্য রায়। রাত ৮টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিত্য রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়া গ্রামের তারনি রায়ের ছেলে। তিনি বীরগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা একজন চা দোকানি। প্রেমবাজার এলাকার চা দোকানী তারনি রায়ের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিত্য রায় সকালে ফলাফল নিতে বীরগঞ্জ সরকারি কলেজে যান। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন নিত্য। পথিমধ্যে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।

ওসি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এমদাদুল হক মিলন/এএএইচ/এমকেএইচ