মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক অ্যাডভোকেট পার্থ সারথী পাল। তিনি পেয়েছেন এক হাজার ৬৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্বাশত ব্রহ্ম রনি পেয়েছেন ৮৪৩ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিক পার্থ সারথী পাল মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি। তিনি মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত আছেন। এছাড়া পার্থ জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর মৌলভীবাজারের সভাপতি। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ সারথী পালকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে জাতীয় পর্যায়ে পুরস্কারও দেন।
অ্যাডভোকেট পার্থ সারথী পালের বাবা প্রদ্যুম্ন পাল এবং দাদা অনাথ রঞ্জন পালও কাউন্সিলর ছিলেন।
নির্বাচনে বিজয়ী হয়ে পার্থ জাগো নিউজকে বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব। সমাজের উন্নয়নে কাজ করার চেষ্টাসহ মানবিক উন্নয়নে কাজ করে যাব।
এসজে