ভাতার কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বসার চেয়ার পোড়ানোর ঘটনা ঘটেছে। ইউপি সদস্য (মেম্বার) সিরাজুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন চেয়ারম্যান।
চেয়ারম্যান নাজির হোসেন নিজে বাদী হয়ে মামলাটি করেন। একই ঘটনায় রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের পরিষদের সচিব ইলিয়াস আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) সকালে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম কাটলা বাজারে ইউনিয়নে পুরাতন ভবনে প্রবেশ করে চেয়ারম্যানের বসার চেয়ারসহ রেজুলেশন খাতা এবং আরও গুরুতপূর্ণ কাগজ নিয়ে বাজারের গোডাউন মোড়ে চলে যান। সেগুলো পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। লাঠি দিয়ে টেবিলের কাচ ভেঙে ফেলেন এবং চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় শনিবার রাতেই থানায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে গুরুতপূর্ণ কাগজে পেট্রল দিয়ে আগুন দেয়ার অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইউনিয়ন পরিষদের সচিব ইলিয়াস আলী বলেন, ‘আমি ওই সময় আমার নিজ বাড়ি বিরলে অবস্থান করছিলাম। মোবাইলে জানতে পারি ইউপি সদস্য রেজুলেশন বহিসহ বেশকিছু কাগজ, চেয়ারম্যানের বসার চেয়ার পুড়িয়ে দিয়েছেন। শনিবার রাতেই পরিষদে ফিরে আসি। রোববার দুপুরে গুরুতপূর্ণ কাগজ বিনষ্ট করার দায়ে থানায় একটি অভিযোগ দিয়েছি।’
চেয়ারম্যান নাজির হোসের বলেন, ‘সরকারি সম্পদে পেট্রল দিয়ে আগুন দেয়ার কারণে তার (অভিযুক্ত মেম্বার) নামে থানায় মামলা দায়ের করেছি। এছাড়া তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এখন আইনের মাধ্যমে বিচার হবে।’
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘চেয়ার পোড়ানোর ঘটনায় চেয়ারম্যান নাজির হোসেন বাদী হয়ে রাতেই পরিষদের সদস্য সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম