দেশজুড়ে

পরাজিত সব মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজি ছাড়া বাকি চার প্রার্থী জামানত হারিয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে তারা মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পাওয়ায় নিয়মানুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পৌর নির্বাচনের বিধিতে বলা হয়েছে- ভোটগ্রহণ বা ভোটগণনা শেষ হওয়ার পর যদি দেখা যায়, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

ফেনী পৌরসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, পৌরসভায় মোট ৭২ হাজার ৬৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজি ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের ৯৫ দশমিক ৩ শতাংশ ভোট অর্জন করেছেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের আলাল উদ্দিন আলাল পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট। তিনি ২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়াও জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়ামিন হাসান ইমন ২১০ ভোট পেয়ে শূন্য দশমিক ২ ভাগ শতাংশ ভোট পেয়েছেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সমর্থিত সিংহ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ৩২০ ভোট পেয়ে শূন্য দশমিক ৪ ভাগ ভোট পেয়েছেন এবং ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী গোলামুর রহমান আজম পেয়েছেন ২৫১ ভোট অর্থাৎ শূন্য দশমিক ৩ ভাগ ভোট পেয়েছেন তিনি।

ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানান, ফেনী পৌরসভায় মোট ৯১ হাজার ৬৬২ ভোটারের মধ্যে ৭২ হাজার ৬৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ পৌরসভায় ৪৫টি কেন্দ্রে ৭৯ দশমিক ২৬ ভাগ ভোট পড়েছে। যেসব প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোট অর্জন করতে পারেননি নিয়ম অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

এআরএ/এমএস