দেশজুড়ে

চিকিৎসকের বাড়ির সামনে অবৈধ দোকান, যাতায়াতের পথ বন্ধ

যশোরের উপশহর হাউজিং এস্টেটে এক চিকিৎসকের বাড়ি থেকে বের হওয়ার পথ অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই দোকান নির্মাণ করছেন।

এ বিষয়ে রোববার (৩১ জানুয়ারি) ভুক্তভোগী হাউজিং এস্টেট বি/১৪১ ব্লকের বাসিন্দা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যশোর উপ-বিভাগীয় প্রকৌশলীকে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী ডা. চাঁদ সুলতানা ডোরা উল্লেখ করেছেন, তার বাবা শেখ মানছুর উদ্দিন আমেরিকা প্রবাসী। তিনি নিজে একজন চিকিৎসক। বর্তমানে ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। যশোর উপ-শহরের বাড়িটি ভাড়া দেয়া। গত ১৫ জানুয়ারি তাদের বাড়ির সামনে ফাঁকা স্থানে (তাদের চলাচলের স্থান) অজ্ঞাত লোকজন পাকা দোকানঘর নির্মাণ শুরু করেন। বাড়ির ভাড়াটিয়া নিষেধ করলেও তারা শোনেননি।

খবর পেয়ে গত ২৯ জানুয়ারি তিনি যশোরে এসে দেখেন, তাদের চলাচলের জায়গার বেশিরভাগ অংশ দখলে নিয়ে নির্মাণকাজ চলছে। তিনি তাদের কাউকে সেখানে পাননি। পরে তিনি বিষয়টি হাউজিং এস্টেট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে সেগুলো দ্রুত উচ্ছেদ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন।

জানতে চাইলে যশোর উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এ বিষয়ে আমার পদক্ষেপ নেয়ার সুযোগ নেই। বিষয়টি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। তারা ব্যবস্থা নিতে নির্দেশ দিলেই আমরা অ্যাকশনে যাব।

মিলন রহমান/এএএইচ