দেশজুড়ে

দাদার স্বপ্ন পূরণ করলেন নাতি

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন শাহীন প্রামাণিক। তিনি তেঘরি মহল্লার বাসিন্দা। এই পৌরসভার নির্বাচন আনুষ্ঠত হয়েছে গত ৩০ জানুয়ারি। বিজয়ী হওয়ার পর সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাতি-ঘোড়া নিয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি তেঘরি মহল্লা থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৩৫ বছর আগে তেঘরি গ্রাম থেকে শাহিন প্রামাণিকের দাদা আব্বাস আলী প্রামাণিক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) নির্বাচিত হন। এরপর ৩৫ বছরে আর কেউ ওই গ্রাম থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি। ২০০২ সালে গ্রামটি পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবারের পৌর নির্বাচনে সাবেক ইউপি সদস্য মৃত আব্বাস আলী প্রামাণিকের নাতি শাহিন প্রামাণিক কাউন্সিলর পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এজন্য তিনি হাতি-ঘোড়া নিয়ে ওয়ার্ডবাসীর সঙ্গে বিজয় মিছিল বের করেন।

নবনির্বাচিত কাউন্সিলর শাহীন প্রামাণিক বলেন, ‘আমার দাদা ৩৫ বছর আগে এই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার স্বপ্ন ছিল আমার নাতি একদিন জনপ্রতিনিধি হবে। তার এ স্বপ্ন পূরণের জন্য আমি কাউন্সিলর পদে অংশ নিয়ে নির্বাচিত হয়েছি। সেজন্যই হাতি-ঘোড়া নিয়ে আনন্দ মিছিল করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ সোলায়মান আলী, শাহ জালাল, আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম, পিন্টু মিয়া, মামুন প্রামাণিক প্রমুখ।

এসআর/এএসএম