জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ রেলগেটের দক্ষিণ পাশে সোমবার (১ জানুয়ারি) রাতের কোনো এক সময় আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবক ট্রেন থেকে পড়ে যান। মাথা এবং মুখে প্রচণ্ড আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে শান্তাহার জিআরপি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি জিআরপি) মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।’
রাশেদুজ্জামান/ইএ/এমকেএইচ