দেশজুড়ে

মধ্যরাতে কান্নার শব্দ, বাইরে এসে দেখেন ট্রেনেকাটা যুবকের লাশ

বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাবান্ধা এক্সপ্রেসে চলন্ত ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন জামালগঞ্জ রেল স্টেশনের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল সংলগ্ন এলাকার বাসিন্দা শেফালি বেগম জানান, সোমবার মধ্যরাতে তিনি হঠাৎ উচ্চশব্দে মানুষের কান্নার শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে দেখেন রক্তাক্ত এক যুবক রেললাইনের পাশে পড়ে আছেন আর ‘মা-মা-মা’ বলে ছটফট করছেন। তিনি দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। পরে কাপড় দিয়ে লাশটি ঢেকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, রাতে কোনো এক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক মারা যান। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এসআর/এমএস