দেশজুড়ে

চোলাই মদ তৈরির কারখানায় অভিযান

বগুড়ার শেরপুরে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১৭০ লিটার চোলাই মদসহ ওই কারখানার মালিক সুকুমার দত্তকে আটক করা হয়। তিনি শহরের শ্রীরামপুর পাড়ার সুরেশ চন্দ্র দত্তের ছেলে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের সকাল বাজার এলাকায় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান তাকে আটক করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন থেকেই বগুড়া শহরের তরুণ চক্রবর্তীর মদ বিক্রির লাইসেন্সের নাম করে সকাল বাজারে চোলাই মদ তৈরির কারখানা গড়ে তোলেন। আসলে ওই লাইসেন্সের নাম ব্যবহার করে তিনি নিজেই এখানে মদ তৈরি করে বিক্রি করছিলেন। গোপনে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় সুকুমার দত্ত হাতেনাতে আটক করে ওই কারখানা থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরএইচ/এএসএম