দেশজুড়ে

বগুড়ায় হেরোইন ও ইয়াবাসহ নারী আটক

বগুড়ায় র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ সাহানা বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক ওই নারী শাজাহানপুরের গন্ডগ্রাম উত্তরপাড়ার মৃত ওজেবুল্লাহর মেয়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুই গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ সাহানা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, আটক ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এআরএ/এমকেএইচ