দেশজুড়ে

রাঙামাটি পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় অমর কুমার দে’কে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের বাসভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কুমার দে জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় অমর কুমার দে’কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে অমর কুমার দে বলেন, আমি বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকি দিনগুলোতে নির্বাচনী প্রচারণা করতে পারব কিনা তা নিয়ে সন্দেহ করছি।

প্রসঙ্গত, রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। অন্যদিকে ‘মোবাইল’ প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা অমর কুমার দে নিজেকে ‘বিদ্রোহী’ নয়, বিকল্প প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়র পদে লড়ছেন পাঁচ জন।

শংকর হোড়/এসজে/জিকেএস