দেশজুড়ে

সুস্থ আছেন ঝিনাইদহে ভ্যাকসিন গ্রহণকারীরা

করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের পর এখন পর্যন্ত সকলেই সুস্থ আছেন। কারো শরীরে দেখা যায়নি কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের নতুন ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

তবে টিকা গ্রহণের সময় উপস্থিত কারোরই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বরং জটলা পাকিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলায় প্রথম টিকা গ্রহণ করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। তিনি জানান, টিকা নিয়ে খুবই ভালো লাগছে। আমি কোনো সমস্যা অনুভব করছি না। অন্যান্য যে টিকা নিয়েছি তাতে কিছুটা সমস্যা দেখা দিলেও এই টিকাই কোনো সমস্যাই দেখা যায়নি।

দ্বিতীয় টিকা গ্রহণকারী সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, এ টিকাটি আমি নিজে নিয়েছি এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাইনি। এটি সম্পূর্ণই নিরাপদ মনে করছি। আপনারা ভয় না পেয়ে সকলেই টিকা গ্রহণ করুন।

অপর টিকা গ্রহণকারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, এই টিকাকে কেন্দ্র করে অনেকেই অনেক গুজব রটানোর চেষ্টা করেছেন। আপনারা এতে কান না দিয়ে সকলেই টিকা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।

জেলায় এখন পর্যন্ত শতাধীক মানুষ টিকা গ্রহণ করেছেন। ৬ উপজেলায় ২৬টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম চলবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম