ফেনীতে স্ত্রীর করা যৌতুকের মামলায় ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা নতুন বাড়ির সিরাজ উদ দৌলার মেয়ে নাসরিন সুলতানাকে বিয়ে করেন একই এলাকার মুলকুত রহমানের ছেলে ইকবাল হোসেন। ২০১৯ সালে ইকবাল তার স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবীকৃত টাকা না দিতে পারায় গৃহবধূর উপর শুরু হয় অত্যাচার। এক পর্যায়ে স্ত্রী নাসরিন বাদী হয়ে ফেনীর আদালতে মামলা করেন। মামলায় পাঁচজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি ইকবাল হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আদালতের ব্যাঞ্চ সহকারী মোহাম্মদ জাকির হোসেন জানান, আসামি ইকবাল হোসেন ২০২০ সালের ৩০ জানুয়ারি থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা ইস্যু করেছেন।
বাদী পক্ষের আইনজীবী ও ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেন জানান, আসামির বিরুদ্ধে আনিত যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত সাজা দিয়েছেন।
এএইচ/জেআইএম