দেশজুড়ে

জামানত হারালেন হাতপাখার প্রার্থী

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. বাছির আহম্মদ (হাতপাখা)। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম এ তথ্য জানান।

নির্বাচনে ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম রুবেল (নৌকা) মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন শামসু (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৫৭৫ ভোট।

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. বাছির আহম্মদ মোট ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেয়েছেন। তাই নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে। এ পৌরসভায় মোট ভোট সংগ্রহ হয়েছে ৭৫.৫৯ শতাংশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ আরএইচ/জিকেএস