মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস ছালাম। ২০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৮৬৮ ভোট। যদিও নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আরিফুল হক।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের মিরকাদিম পৌরসভায় এবারের নির্বাচনে ৩৭ হাজার ৩৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২ হাজার ৫ জন। যার মোট ভোটারের ৫৮.৪৪ শতাংশ। দিনব্যাপী পৌরসভার ১৭টি কেন্দ্রের ১০৪টি ভোটে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন।
এদিকে, নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় নৌকা ব্যতীত বাকি তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে নির্বাচন অফিস জানিয়েছে।
এসজে/জিকেএস